হালিশহর থেকে কলকাতা এবং
গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার জন্য গঙ্গাবক্ষে বাতানুকূল ওয়াটার বাস চালু হল। হালিশহর
পুরসভার উদ্যোগে এই নয়া অত্যাধুনিক জলযান হালিশহর থেকে শেওড়াফুলি, চন্দননগর হয়ে
কলকাতা পৌঁছবে। মঙ্গলবার হালিশহর ঘাটে এই জলযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন পুরসভার প্রশাসক রাজু সাহানি, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরে তৃণমূলের
চেয়ারম্যান সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পুরসভার প্রশাসক সহ বিশিষ্টরা। ১৫৬ আসন
বিশিষ্ট এই জলযান সোম থেকে শুক্রবার পর্যন্ত হালিশহর থেকে কলকাতার মিলেনিয়াম জেটি
পর্যন্ত যাবে। শনি এবং রবিবার কলকাতা হয়ে গঙ্গাসাগর পর্যন্ত যাতায়াত করবে। অনলাইন
এবং অফলাইনে টিকিট কাটা যাবে। টিকিট মূল্য ২৩০ টাকা।
0 Comments