লোকাল ট্রেন কবে থেকে, কীভাবে ভিড় সামাল? আজ রেল-রাজ্য জরুরি বৈঠক

কবে থেকে চালু হবে লোকাল ট্রেন পরিষেবা, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী ভিড়ই বা সামাল দেওয়া হবে কীভাবে? সেই রূপরেখা চূড়ান্ত করতেই এ দিন রেলের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার৷ আজ, মঙ্গলবার বিকেল পাঁচটায় নবান্নে এই বৈঠক হওয়ার কথা৷

নিয়ন্ত্রণিত ভাবে লোকাল ট্রেন পরিষেবা শুরু করার জন্য অনেক দিন ধরেই তারা তৈরি বলে রেলের তরফে দাবি করা হয়েছিল৷ তবে তার জন্য রাজ্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন৷ কারণ স্টেশন এবং ট্রেনের কামরায় ভিড় নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ৷ এরই মধ্যে শনিবার রেলের বিশেষ ট্রেনে ওঠা নিয়ে হাওড়া স্টেশনে যাত্রীদের সঙ্গে আরপিএফ-এর গন্ডগোলের পর লোকাল ট্রেন পরিষেবা দ্রুত শুরু করতে রেলের সঙ্গে বৈঠকে উদ্যোগী হয় রাজ্য প্রশাসন৷

প্রাথমিক ভাবে পরিকল্পনা করা হয়েছে, যেভাবে মেট্রো রেলে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে, রেলেও একই পদ্ধতি অনুসরণ করা হবে৷ মেট্রোর মতো লোকালে চড়ার ক্ষেত্রেও ই পাসের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও বৈঠকে আলোচনা হবে৷ প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, লকডাউনের আগে হাওড়া এবং শিয়ালদহ থেকে মোট যে পরিমাণ লোকাল ট্রেন চলত, তার এক তৃতীয়াংশ ট্রেন চালানো হতে পারে৷ আবার যেভাবে মুম্বইতে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে, সেই মডেলও অনুসরণ করা যায় কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ সর্বোপরি, শহরতলির স্টেশনগুলিতে ব্যস্ত সময় কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, সেটাই রেল এবং রাজ্যের কাছে মূল চ্যালেঞ্জ হতে চলেছে৷