রাজ্যজুড়ে লকডাউন নিয়ে নয়া নির্দেশিকা নবান্নের, ৩০ শে নভেম্বর পর্যন্ত জারি নিষেধাজ্ঞা

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য জুড়ে জারি করলো নয়া নির্দেশিকা। রাজ্য সরকার জানিয়েছে রাজ্য জুড়ে এই নির্দেশিকা জারি থাকবে ৩০শে নভেম্বর পর্যন্ত। নবান্ন সূত্রে খবর সাম্প্রতিক কালে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত।

রাজ্য জানিয়েছে এই নিষেধাজ্ঞা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া গাইডলাইন মেনেই জারি থাকবে। তবে নবান্ন সোমবার প্রকাশিত হওয়া এক সার্কুলারে বেশ কিছু নিয়ম ও নির্দেশিকার ঘোষণা করেছে।


এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে-

১. পঞ্চাশ শতাংশের বেশি সিনেমা হল, থিয়েটারে দর্শক থাকতে পারবেন না।
২.
 তবে অনুমতি দেওয়া হচ্ছে না এখনই স্কুল-কলেজ খোলার খোলার।
৩. প্রশিক্ষণ ব্যতীত কোনও প্রতিযোগিতার জন্য ব্যবহার করা যাবে না কোনও সুইমিং পুল।
৪. কোনও সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান করা যাবে না কনটেনমেন্ট জোনের ভিতরে।
৫. যে ঘরে বা হলে ২০০জন লোক জমায়েত করতে পারেন, সেখানে অনুমতি দেওয়া যেতে পারে ৫০ শতাংশ লোককে থাকার।
৬. যদি জমায়েত করার প্রয়োজন হয়, তবে তা খোলা জায়গায় অনুমতি সাপেক্ষে করা যেতে পারে। স্থানের আকারের ওপর নির্ভর করবে জমায়েত হওয়া মানুষের সংখ্যা।