নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন
অপেক্ষার অবসান।
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট জো
বিডেন। আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নজির গড়লেন কমলা
হ্যারিস। শনিবার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটেলগ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ার গণনার
ফল হাতে আসতেই মার্কিন সংবাদমাধ্যম বিডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পেনসিলভেনিয়ায় ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন
ডেমোক্র্যাট প্রার্থী। এই প্রদেশের ২০টি ইলেক্টোরাল ভোট মিলতেই সমস্ত হিসেবনিকেশ
পরিষ্কার হয়ে যায়। ২৮৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে ম্যাজিক ফিগার ছাপিয়ে যায়
ডেমোক্র্যাটরা। ফল জানার পরেই ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সামনে
কঠিন পরিস্থিতি। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সকল
আমেরিকাবাসীর প্রেসিডেন্ট হব।’ হার বুঝতে পেরে আগে থেকেই নির্বাচনে কারচুপির
অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। এদিন ফের
বিবৃতি দিয়ে তিনি বলেন, এই নির্বাচন এখনও শেষ হয়নি। কেন
বিডেনপন্থী সংবাদমাধ্যমগুলি ওঁকে জয়ী ঘোষণা করছে আমি জানি। কারণ, ওরা চায় না, সত্যটা সামনে আসুক।
১৯৭০ সালে ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত
হয়েছিলেন জো বিডেন। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ৩০ বছর বয়সের মধ্যেই
আমেরিকার সেনেটর হওয়ার স্বপ্ন পূরণ হয় তাঁর। ১৯৭২ সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয়
রিপাবলিকান সেনেটর স্যালেব বগসের বিপক্ষে ডেমোক্র্যাট প্রার্থী হন। তারপর নাম
লেখান ইতিহাসে। মাত্র ৩০ বছর বয়সেই। সবচেয়ে কম বয়সি পঞ্চম সেনেটর নির্বাচিত হয়ে।
0 Comments